মিষ্টি কিছু হাসি হয়েছে বাস্তুহারা
নিয়ে গেছে ডেকে পলাতক হাওয়া,
যদিও লবনাক্ত শোক ছেটায় সান্ত্বনা
ছেড়া সহজ নয় ঝোলানো ছায়া।


কুমারীর সাদা উঠোনে ছেড়া দাগ
সতী মায়ের কোলে ঢালা কান্না,
অদূরেই ছিল লুকিয়ে সুখী উষ্ণতা
অপয়া ফাঁসির দড়ি খুঁজেছে বাহানা।


কাদের ছিল তাড়া তরী ডোবানোর!
বিয়ের পিড়ি সড়িয়ে শ্রাদ্ধে বসায়,
মুখোশধারী সেই মেয়ে হয়েছে 'খুনী'
পুড়েছে তার সুখ বন্ধুর চিতায়।


'ডিপ্রেশন' আর প্রেম দুজনেই বিষ
করে গেছে এরা শতযুগ খুন,
চাপা পড়ে গিয়েছে বন্ধু মানিক
বধূ বরণ পাল্টে চিতাভস্মের নুন।


বেকারত্বের সংজ্ঞা জানে সেই ছেলে
জুতো ছিড়ে খোঁজে সরকারি চাকরি,
সরকার দিয়েছে লাথি যোগ্যতার বুকে
জড়িয়ে নিয়েছে তাকে মৃত্যুর দড়ি।


হোঁচট খায় প্রবেশ শেষকৃত্যে গিয়ে
ঈশ্বর পড়িয়ে দিল ছবিতে মালা,
বর্ণালী দাঁড়িয়ে পাশে শুকনো মুখে
কেঁদেছিল তারও রূপ বিদায় বেলা।


_____________________
০২ ফেব্রুয়ারি ২০২২
সকাল ১০ টা ৫৯