বাতাসে মিষ্টি কথার নাচন দেখে
আমি ধরি মরীচিকা মৃত্যুর অভ্যেসে,
সুযোগ বুঝে সময়ও খুব শখে -
পাঠায় মৃত্যুবাণ প্রেমিকার ছদ্মবেশে!


যাদের মন ছিল না ভালোবাসার পাঠে
মাটিতে অযত্ন ঢেলে ব্যস্ত ফুলে,
প্রতিশ্রুতির চিতা সাজায় ওদের ঠোঁটে
দলছুটের গুণ পায় পরিণত হলে।


আসলে রূপেরা হয় উষ্ণতা প্রেমী
কোলাহলের গন্ধ শোঁকে মিষ্টি পানে,
পাতাঝরার আভিজাত্যে ওরা মরশুমি
নাম লেখাতে জানে শক্ত পাষাণে।


কেউ হাসতে ভালোবাসে ধাতুর প্লেটে
বন্ধ দরজায় নিহিত সুখ হরণ,
শান্তির পরোয়ানা দেয় স্মৃতির চিরকুটে
জীবনের খাতায় আমি পুষি মরণ।


_____________________
রচনাকালঃ
২১ জুলাই ২০২০
দুপুর ১ টা ৩৫