বৃষ্টির রাত।তুমি ডেকেছো বাড়িতে
ছাতা নেই কাছে।প্রেমিক যায় ছুটে,
খুব জোরে বৃষ্টি।আটটা বাজে ঘড়িতে
গামছা হাতে তুমি দাঁড়িয়ে কপাটে।


বেড়ে দিয়েছো ভাত নিজের হাতে
এক যুগ ধরে প্রেমিক খায় হেসে,
সময় গেছে থমকে,চায়না কাটতে!
কারন তুমি যে তার সামনে বসে।


রাত বাড়লে বিছানা ডাকে কাছে
আদর যায় রেগে- অপচয়ে সময়!
তোমার বুকে মাথা রেখে শান্তি খোঁজে
আগলে নিয়েছো তুমি স্ত্রীর ভূমিকায়।


কত কথা,কত গল্প,কত দুষ্টুমি…
শরীরে শরীরে সেতু বাঁধে কামনা।
মনে পড়লে আজ হাসে অন্তর্যামী
দেহের ভাঁজে সেরাতে ছিল কি ছলনা!


ভোর রাতে ডেকে তুলে স্বামীকে বিদায়
তৃপ্তি নিয়েছে মেখে বিছানা তোমার,
সেই রাত ছিল প্রেমের আয়নায় -
বিধাতার দেওয়া যে শ্রেষ্ঠ উপহার।


এমনই কোনো রাতে পবিত্র লগনে -
প্রেমিক-প্রেমিকা হয়ে ওঠে স্বামী-স্ত্রী।
বিচ্ছেদ মিলনের শেষে প্রেমিক রাখে মনে-
'সোহাগ রাত' ছিল মিলনের প্রথম রাত্রি।


______________________