তবুও তুমি বলো এটা পাপ...
পাপ কি এতই সস্তা?
এতই কি সে বেহায়া যে
তোমার ঠোঁটে এসে থাকবে বসে!
পুড়ে মরো তুমিও শূন্যতায়,
আমিও জ্বলি ব্যর্থতার যজ্ঞে;
মাঝের দেওয়াল অক্ষত "পূর্ণিমা"।


সূর্যও পারেনা আঁকতে -
তোমার আমার মিলন রেখা।
ঘড়িও ফোলে হিংসার বারুদে,
চায়না দিতে সুযোগের চাবি -
চার চোখের ক্ষণিক প্রতিফলন।
ষড়যন্ত্র সবটিকে পায়ে মাড়িয়ে
চলবে ছোঁয়া হৃদয়ে-হৃদয়ের,
হাতে-হাতের, মনে-মনের।


পাপ সেদিনই নির্বাসন নিয়েছিল,
যেদিন ভালোবাসার সমুদ্রে
মিশেছিল হারানোর অশ্রুঝর্ণা।
তোমার পাওয়া একঝাঁক শূন্যতা
দেয় অনুমতি, ঝরায় পুষ্পবৃষ্টি।
তাই বারে বারে বলে যাবো -
আমার ঠোঁট ঠিক দাঁত বসাবে
হারানো প্রেমের "বদ্ধ" ঠোঁটে।


হাজার বার তোমায় জড়িয়ে ধরবো,
হাজার বার তোমায় টেনে চুমু খাবো,
হাজার বার বলবো ভালোবাসি তোমায়;
লক্ষবার অপলক তাকিয়ে দেখবো,
কোটিবার তোমায় মিস করবো;
যুগের পর যুগ কালের পর কাল।


___________________________________
রচনাকালঃ
৩১জানুয়ারি ২০১৯
রাত্রি ০৯ টা ০৭