অজানা গন্তব্যের ডাকে,
এ পথ চলে যায় একা।
ধুলোমাখা পায়ে তার,
স্মৃতির কত না রেখা।

কখনো সে আঁকাবাঁকা,
কখনো সোজা সরল।
দু'পাশে সবুজ ঘেরা,
যেন প্রকৃতিরই আঁচল।

ক্লান্ত পথিক ব’সে,
ক্ষণেক বিশ্রাম খোঁজে।
দূরের ঐ দিগন্তে,
নতুন আলোর রোজে।

কষ্টের দীর্ঘশ্বাস,
আনন্দের গানও বয়।
জীবনের এই পথে,
কত রূপেরই পরিচয়।

থেমে যায় একদিন,
পথের এই চলা।
তবুও র’য়ে যায়,
স্মৃতির পাতায় বলা।