দেখ, ছায়ারা এসে গেছে সবাই।


বিনিময় করে নাও
চেনা অচেনা
একে অন্যের সাথে।


কথা বলো নিজ নিজ
প্রয়োজনে হাতে হাত ধরো
একে অন্যের সাথে।


এইভাবে এক একটা রাত
অন্ধকার রাত
নিবিড় ছায়ার টানে
স্বর্ণথালা ভরে যায় চকিত ঊচ্ছাসে।


তবুও,
একমাত্র জ্যোৎস্নাই সরাতে পারে
ছায়ার অভিপ্রায়।