আমরা এখন পর্যটক হয়ে গেছি
এক ঘর থেকে অন্য ঘরে যাই
দিনান্তে কিংবা বছরান্তে
আবার ফিরে আসি স্বস্থানে ।
তবুও দস্তুরমাফিক আমাদের কিছু
ফিরিস্তি থাকে।
মাষের কটা দিন কে কেমন কাঁটালো
বা কে কেমন কাটালাম।
দুয়ারে দাঁড়িয়ে এইসব স্বছচোখের ভাষা
আদ্যোপান্ত বিবেচনায় রেখে
আগামী কালের জন্য কিছু সরিয়ে রাখি
সুনিদিষ্ট প্রস্তাব।
তবুও বলি, রেখে দেওয়া যাক একটু ফারাকে
অতীত , বর্তমান এবং ভবিষ্যৎ।
একটা মধ্যবর্তী স্থানে এসে বুঝে নেওয়া যাক
পর্যটন অনন্য জীবনের এক ব্যবহৃত বিপ্লব।