তুমি বললেই আকাশে বৃষ্টির দেখা মেলে
অনামিকায় মেঘ ঘুরে ফিরে সারা রাত।


       দিনের কাঁচের আলোয় অন্ধকার বড়ো ধূ ধূ
জানালার কাছে একা বসে থাকে তিতাস।


    দিন কয়েক চাঁদে উঁকি দিয়েছিল শুক তারারা
আলো নিভে যাওয়ার আগে ছুঁয়েছিল অংশত।


   শুন্য পর শূন্য বসিয়ে দোষী করেছিল নিজেকে
আলো নিভে যাওয়ার আগে মেঘ বড়ো সংযত।


  তুমি বললেই মেঘের দেখা মেলে মাথার ওপর
বুকের ওপর গালের ওপর ছায়ার চারপাশে।


তুমি বললেই শূন্যের সঙ্গে শূন্য মিশে নোনা জল
আলো নিভে যাওয়ায় মেঘ ঘুরে ফিরে আসে।