একটি লক্ষ্মী পেঁচার ডাক শুনে
লুফে নিচ্ছি লীনতাপ,সোহাগ মোচড়ে।

ভ্রুর পাশে দেখেছি উষ্ণ তিল।

একটি লক্ষ্মী পেঁচার ডাক শুনবো বলে
উজান বেয়ে সন্ধ্যা শহর ছাড়ছি একা

মনে মনে গুনে রাখছি শোক।

কারা যেন আগল খুলে চুরি করেছে ধান
খটখটে মাটি আঁকড়ে ধরে বসে আছি

কত নক্ষত্র জন্ম রাত পেরিয়ে এলাম।