একটা গল্প বলবো?ঘরে ফেরার গল্প?
মেঘ করলে বুকের ভেতর দ্বীপ করে পাহাড় একা থাকতো।
ঝনঝন মেঘের গর্জনে,
একদিন এক হলুদ পাখি এলো
পাহাড়ের ডালে ডালে উড়ে বেড়ায়,উল্টে ফেলে ঝর্ণার জল শুকনো বাতাসে আপন খেয়ালে।
পাহাড়টার অবাক লাগত!!এই সব তার কাছে একেবারে নতুন!!


একদিন এ পাহাড় এ আকাশ ভুলে পাখিটা ফিরে গেল!!
ঋতুরা যেভাবে ফিরে যায়!
যেমন করে তুমি আমি ফিরি,যেমন করে সবাই ফেরে নিজের খেয়ালে!


এখন পাহাড়ের সারা শরীর তুষারে ঢাকা।
শীতের দিনে মাঝে মাঝে মেঘ এসেও ভয়ে ভয়ে ফিরে যায়।
শুধু বৃষ্টির দিনে পাহাড়ের গায়ে মেঘেরা এলিয়ে পড়লে শিহরণ খেলে যায়।
মাঝে মাঝে পাহাড় কেঁপে কেঁপে ওঠে!!


ঋণ স্বীকার:“সেই গল্পটা”