"যে-হাল-এ-মিসকিন মাকুন তাগাফুল দুরায়ে নায়না বানায়ে বাতিয়াঁ"


মূল কবিঃ আমীর খসরু
(জন্মঃ ১২৫৩ ইং, পাটিয়ালী, ইন্ডিয়া - মৃত্যুঃ অক্টোবর, ১৩২৫ ইং, দিল্লী, ইন্ডিয়া)
মুল গজলের ভাষাঃ প্রতিটি 'শের'-এর প্রথম লাইন ফার্সী, দ্বিতীয় লাইন উর্দূ (ব্রজভাষা)


কাব্যানুবাদঃ ওবায়দুল্লাহ মনসুর
------------------------------------------------------------------------


এ দৈনদশা করোনা হেলা চোখের পলকে গেঁথে রচনায়
সয়না বিরহ, ও নিঠুর-প্রাণ! কেন রাখোনা লাগিয়ে সিনায় ?


বিদায়-রাত যেন দীর্ঘ ঢেউ-চুল, ছোট্ট এক কাল মিলনের
বন্ধুকে যদি দেখিনা চোখে, কেমনে কাটবে রাতে তমসায়


আজ আচানক দু-চোখের যাদুতে কেড়ে নিলে গো মন-প্রশান্তি
কার এমন দায় গিয়ে প্রিয়াকে আমার হাল জানাবে কথায়


ক্লান্ত প্রাণ যেনো দাউ দাউ শিখা; আমি জ্বলে হবো চাঁদ-সূর্য
ঘুমহীন চোখ, বিবশ শরীর, সে আসছেনা, না লিখে পাঠায় !


প্রতিশ্রুত দিনে বন্ধুর সাথে দেখা হবে প্রলোভিত খসরুর
পাগল মনকে বুঝিয়ে রাখি প্রিয়াকে দেখার আশাতে মায়ায়


নিউইয়র্ক
২১ জানুয়ারী, ২০১৮
--------------------------------------------------------------


মূল - ফার্সি-উর্দূ (ব্রজভাষা)-----


(প্রতিটি পংক্তির প্রথম লাইন ফার্সী, দ্বিতীয় লাইন উর্দূ)


যে-হাল-এ-মিসকিন মাকুন তাগাফুল দুরায়ে নায়না বানায়ে বাতিয়াঁ
কি তাব-এ-হিজরা নাদারাম আয় জান না লেহু কাহে লাগায়ে ছাতিয়াঁ


শাবান-এ-হিজরা দারাজ চুঁ জুলফ ও রোয-এ-ওয়াসালাত চুঁ উমর-এ-কোতাহ
সাকি পিয়া কো যো মেয় না দেখুঁ তো কেয়সে কাটুঁ আন্ধেরি রাতিয়াঁ


ইয়াকায়াক আয দিল দো চশম যাদু বা-সাদ-ফারেবাম বা-বুরদ তাসকিন
কিসে পড়ি হে যো জা সুনায়ে পিয়ারে পি কো হামারি বাতিয়াঁ


চুঁ শাম-এ-সোযান চুঁ যাররা হেয়রাঁ যে মেহর-এ-আঁ-মাহ বাগাশতাম আখির
না নিঁদ নায়নাঁ না আঙ্গ চায়নাঁ না আপ আয়ে না ভেজে পাতিয়াঁ


বা-হক-এ-আঁ মাহ কি রোয-এ-মাহশার বা-দাদ মারা ফারেব  'খুসরো'
সাপিত মান কে দুরায়ে রাখুঁ যো যায়ে পাওঁ পিয়া কি খাতিয়াঁ


            ------------------------------------------------