আশুরা আজ


স্থান কারবালা নয়, কিন্তু প্রহর রক্ত-আশুরা আজ
ভাঙা তরবারি হাতে চূড়ান্ত ঘাঁটি বাংলা-সাহারা আজ


বীরবাস ঠাট শুদ্ধ, কেবল আমার কলিজা নয় আমার
চিরচেনা শত্রুসেনার খপ্পরে হৃদয়ের কিনারা আজ


ভোরের ছিলোনা পরোয়া, টেনে নামালো রাত্রি প্রদোষে ডর
নির্বাচিত লাশের ভাগাড়ে শকুন তাড়াতে পাহারা আজ


ছিলো কুঞ্চন কুঞ্চন চলা জেনেও সামনে ওঁৎপাতা শাম
বুড়িগঙা থেকে কত দূরে দুশমন? কোথায় আমরা আজ?


আমার ভায়ের বুকে খঞ্জর, সে কি আমি নই, নও তুমি ?
এ রক্ত কার, এ খঞ্জর কার, কে শত্রুর পা-ধরা আজ?


হোসেইন চেনা যায় আজো অনুসারীদের ত্যাগের ধরনে
ইয়াযিদ মানেই অধিকার কেড়ে নেয়ার পায়তারা আজ


আমরা পরিবেষ্টিত, এখন আর নয় কোন সন্দেহ
সিদ্ধান্ত নিতে হবে আমাদের জেতার কিংবা গো-হারা আজ


ছিঁড়ে ফেলা হোক বীণার তার, আর ঘুমন্ত-আনুগত্যের
ভেঙে ফেলা হোক বৈরাগী সাধের লাউয়ের দোতারা আজ


হয়েছিলো  প্রথম থেকে যে স্থির লক্ষ্যে অভিযাত্রা
আমায় কাতারে ফেরাও, হে রাহমান ! আমি পথহারা আজ


নিউইয়র্ক
১৪ অক্টোবর , ২০১৬