ব্যথাকার পংক্তিমালা


যখনই কবিতা লিখি, ইদানীং এমনটা হচ্ছে
তাড়া করে লোকজন, যারা আমার একান্ত কাছের।
বলাবলি করে কী করে লিখি আমি জঘন্য গোছের
খিস্তি-খেউর যা কখনো পৌঁছেনা কবিতার উচ্চে।
গতকাল দেখি একজন ইনবক্সে ট্রল দিচ্ছে,
আর আমারই আত্মজায়া আত্মরক্ষার্থের
সাদা পতাকা উড়ায়- না, আপনি কেনো প্রতারকদের
আচার্য হবেন রাতজাগা রোগীর শব্দগুচ্ছে!


হিংসুক নন, তবু কেন কষ্ট পান হৃদয়ে আপনার?
বললেন- লোকটার শাব্দিক ছলচাতুরিতে সুস্পষ্ট
ঘৃণার মুষল আমারই অর্জিত উন্নত গ্রীবা অভিমুখী।
নতজানু উচ্চারণে বলা হলো ফেলুন তো ঐ ব্যথাকার
ভোলাটার কথা দূর ডাস্টবিনে মনে করে উচ্ছিষ্ট।
আসলে কবিতা ইদানীং যত্রতত্র দিচ্ছে গলা উঁকি।


(পেট্রার্কান সনেট- কখখককখখক গঘঙগঘঙ)