(গজল)


প্রশংসা প্রযোজ্য যে খড়্গধারী, তার প্রতি
'ক্ষমা করো' এ মিনতি গজলের শ্রুতার প্রতি


নেই ফুলের আস্থা ফুলে; কাঁটা সুদূর-পরাহত
গতরে এই যে মাথা যার ভরসা ছাতার প্রতি


এ এমন, যে বাগানের নকশা দেখে দূর হতে
অতিথি ভ্রমর পালায় উপবনে মিতার প্রতি


এই বাগানে ভাসছে ঝরণায় তাজা ফুলের দেহ
কেউ তাকায়না ফিরে নত সবুজ পাতার প্রতি


বাকী গন্ধটুকু হায় বারুদ-খেলায় যায় মিইয়ে
বুলবুলির গানে শোকের রোনাজারি ভ্রাতার প্রতি


হারায়ে মন্দকাজে নিষেধ করার শৌর্যটুকু
আকুতি অশ্বত্থতলে নির্বাচিত ত্রাতার প্রতি  


চেনা যায়না ডামাঢোলে কে আমীর, কে বিদ্রোহী
কে শাব্বিরী আজ বাগবিধানের ক্রেতার প্রতি


আমরা চেয়েছিলাম শম্মাতলে সমুখ লড়াই
ধার চরণে ঝনঝনানি, কাদেসিয়া, ব্যথার প্রতি


এবার ঝুলিতে বিষ; ঠোঁটে চুম্বন; চক্ষে লহু
হাতে ধ্বংসের দরখাস্ত-লেখা নেতার প্রতি


তুমি সাথি হলে প্রহর-ভাঙ্গা বুলডজারের
আমার আবেগ নদী দেশকবিতার খাতার প্রতি


নিউইয়র্ক- ১৭ অক্টোবর, ২০১৭