হরেক বাত পে কেহতে হো তুম কে তু কিয়া হে


            কথায় কথায় বলে যাও তুমি, 'তুই কেউ নয়'
            তুমি মেনে নাও 'কথার এ ঢঙ মোটেও ভালো নয়'


            যে দহন নেই অঙ্গারে, নেই বিজলীতে যে চমক
            কিছু কথা যে কথার পিঠে ধারালো চাবুক; মধু নয়


            সফল বন্ধুত্বে হয়েছে  হিংসা নিজেরি চরম
            হিংসুকের চে' এই পৃথিবীতে ভয়ানক কেউ নয়


            গিয়েছে দেহে লেপ্টে যখন রক্তমাখা আচকান
            ফতুর পকেটে  আজ মোটেও প্রয়োজন রিফু নয়


            জ্বলছে তনুবন, আর হৃদয় কবে গিয়েছে পুড়ে
            ছাই-ভস্ম বলে, ডেকে, 'চাওয়া-পাওয়া কোন নয়'


            ধমনীতে দৌড়ে-ফিরে জেনে আমি নই পরিতৃপ্ত
            চোখ ফেটে নামেনা বাদল তো সে রক্ত বিন্দু নয়


            রইলনা শক্তি বলার, আর যদিওবা রয় বাকী
            কোন্ ভরসায় জিজ্ঞাসে 'কোন প্রার্থনা কেনো নয় ?'


           হতে পেরে শাহের স্যাঙাত, আর চলনে এ ঠমক
           এ ছাড়া গালিবের এই শহরে ইজ্জত কিছু নয়


          [গজলের আঙ্গিক বজায় রেখে অনুবাদ করা হয়েছে।]