গোত্রহীন আস্থার পথে


নদী হতে নেই সর্বত্র; কিংবা অঝোর বৃষ্টি
কখনো সখনো এই মন পাথর হয়ে যেতে হয়
একান্ত প্রয়োজনে কাঁকরে ইস্টকে হয়ে ক্ষয়
আলোয় উদ্ভাসিত মুখে চক চক করেছিল দৃষ্টি
তা নয় যা লিখে নেয়া হয় বেদনার পণে কৃষ্টি
ভালোবাসার খোলা তল্লাটে ছিলতে অবক্ষয়
প্রেম নবিশের আজো হলোনা কোন বিদ্যালয়
চলছে তো প্রাইভেট শব্দসন্ত্রাসে ফস্টিনস্টি!


পাঁজরার হাড়ে গাঁথা প্রেমের প্রতিভূ দূর্গ নিরাপদ
হামাগুড়ি দিয়ে পরিণতি সর্বতলে যুগল কবর
কাঙাল মন খোঁজে ফের চোঙা-ফুঁক মৌলভীর
জেনেও ধৈর্যের ফলশ্রুতি কবিতায় কপোতাক্ষ নদ
আর রাজপথে ভায়েদের অলংঘ্য তাপের সবর
চক্রে আগুন জ্বালায় পংক্তিতে 'দাগ' দেহলভীর


( পেট্রার্কান সনেট )
নিউইয়র্ক; ১৫ অক্টোবর, ২০১৭