প্রবল হুজুগে পেরোতে রাখিনি নদীর দু’পার বাকী
যে ঘাটে এসেছি অতীব নিকটে শুধু পরপার বাকী


লেবু-শরবত, মধু, বিষ পান করেছি দুই-গেলাস
এমন কি রাখিনি রূপসীর সাথে বিয়ের ব্যাপার বাকী


হাত তৃষার্ত, মন তৃষার্ত, চোখ তৃষার্ত তবু
এ আশ্চর্য, এখনো বক্ষে শেষ তোলপাড় বাকী


হাতছানি আছে পথের দু’ধারে ব্রুট উন্নতির
চিৎকার করে বলা হচ্ছে আজো বাম্পার বাকী


ভব-মার্কেটে লেনে-দেনে নিলাম করিনি সত্তা
প্রভুর দয়ায় রয়েছে হওয়া চোর-বাটপার বাকী


এপার-ওপারে, মনসুর, কিছু নেই ছাড়া নিশ্বাস
অনেক দেখেছি, এখন হাশরে প্রভুর কৃপার বাকী


(গযল আংগিকের কবিতা)
ওবায়দুল্লাহ মনসুর
নিউইয়র্ক, ২৩ অক্টোবর, ২০২০