পরাধীনতার ভেতরে নিশানকে
(গযল আঙ্গিকের কবিতা)

হঠাৎ খেয়াল আসে প্রথম চাঁদের ধরণে শুধু
পরিণত রাত যায় তোমার অভাব পূরণে শুধু

বিস্বাদ লাগে ভরা পেয়ালায় ঝড়ো পত্রাঘাত
ভেসে যায় সোনালী বর্ণমালা চোখের ক্ষরণে শুধু

ফুলদল অপাংক্তেয় দশা অনাদায়ে সৌরভ
ঘর এক বাঁধা হলো তাও গুরুর চরণে শুধু

কী ভেকবাস নেবো খাঁটি? রঙীন না কালো-সাদা?
দ্বিধাগ্রস্থ তোমার গলি বৃক্ষছায়া পরণে শুধু

নয় গৌরব আত্মদানের ; জীবাত্মা সংহারেই বরং
স্বপ্নের মধ্যে বেঁচে থাকা বিজয় স্মরণে শুধু

বেঁচে বর্তে কেটে পড়লো মূক নগরের প্রান্তে
যাবার আগে বলে গেলো দেখা হবে মরণে শুধু

চাই তোমারে রুক্ষ্ম পটে যেমন একদিন চাইতে
পরাধীনতার ভেতরে নিশানকে সাহসী গড়নে শুধু

প্রলম্বিত তমসার স্ফূর্তি সেই রণনেরই জন্যে
হৃদয়-কাগজে লিখি সেই নাম রক্ত বরণে শুধু

--------------------------------------------------------------------------
(গযলের আঙ্গিক - মাৎলা, মাকতা, কাফিয়া, রাদিফ, বেড় - মেনে লেখা কবিতা)