পপিচুস
(পরস্পর পিঠ চুলকানি সমিতি)


লা ইপোকা ডিজিটাল - উইন্ডোতে দগদগে চাঁদ -
অভিনব রোগে-উপসর্গে ত্যক্ত হৃদয়।
ঘা না-সারতেই নতুন প্রদাহে আত্মবিলয়;
হসপিটাল থেকে মাছি-মারা স্থানও আবাদ।
কমেছে কি মনোভ্রংশ, শেয়ার-বিসংবাদ?
কতো সহস্র ব্লকে-ভার্সনে ঘটবে বোধোদয়?
একদিন জীবনে ছিল মাটিমাখা বাতাসের জয়
আজ প্রতি নিশ্বাসে ভার্চুয়াল লোহার গরাদ !


রোষ্টেড-পোষ্ট গোগ্রাসে আজদাহা-প্রস্রবণ;
লঙ্গবিহীন চেষ্টার পরিণতি শূন্য-গোয়ালে।
যখন কিছুই হলোনা ভগ্ন-হৃদয়স্নাত কবিতার,
কেন আপোষে জ্বালাই কলিজায় খান্ডবদাহন?
তুমি খুনসুটি করো আমার কবিতার দেয়ালে;
আমি হবো তোমার টুইটারে অশরীরি ফলোয়ার


(পেট্রার্কান সনেটঃ abbaabba cdecde)