প্রতিষ্ঠা হলে স্বাধীনচেতা রাষ্ট্র!
---------------------------------


দূরে ভাগে স্টেশন ছেড়ে মেলট্রেন
পিছে যাত্রিরা ছুঁড়ে মারে আধা-ইট
অতিথি পাখিরা সমুখে শীতল জলে
দেখাও করে উত্তপ্ত জলাশয়


কারো চিকনা ঝরে সোনাঅঙ্গ চুয়ে
আমাদের ঝরছে হলদে ফুলগুলো
ঐ কারো এপার-ওপার মনোবেদনা
বাংলা-আরব দু-ধার আমার বুকে


বেশ তো ডাকবোই ডাকাও শুভনাম
ব্যানারের গায়ে শক্ত পেরেকে গাঁথা
যতোই দেখাক ভয়ের আন্দামান
শেষটায় হবে ন্যায়েরই মহরত


ভাবছো এসব দূরে আবডালে কথা
বাজারমূল্যে নেই কোন ভার যার
মুতা, তাবুক, খন্দক করো পোক্ত
আমিও আসবো ওগো নেতা নিশ্চয়


কাঁধের উপরে চাপবেনা আরাধনা
বলে দেয়া হবে এটুকু ভালো-মন্দ
নিজের জান্নাত নিজেই দেবে চাষ
রইবেনা সংখ্যাতত্ত্বের শঙ্কা


দেশের শালিক-ডাহুক আসবে ঝাঁকে!
যে মালা গেঁথেছে আমাদের কোরআন!
ফেঁপে ওঠবে এক আল্লাহর শান!
আমি-তুমি ফাঁক থাকবেনা সেই ক্ষণে!


---------------------
ওবায়দুল্লাহ মনসুর
নিউইয়র্ক
০৪ জুন, ২০২০