[গয্ল আঙ্গিকের কবিতা]


শুধু আলামত মূক শম্মা, চত্বরে আযাযিল নেই
নেই রক্ত ভোরের বাতাসে; হাবিল নেই, কাবিল নেই


বাদলে অঞ্জলী নয় কম ভরণিক বিষণ্নায়নে
মেনে নিয়েও বুকের গভীরে ক্রিয়াশীল কোন দিল নেই


বক-শালিক নেই, কৈয়্যা-পুটি-শিঙ নেই, নেই চিহ্ন
যে আয়োজন চলতো প্রতিদিন সেই গর্দনা-বিল নেই


বন থেকে উত্তরণ শেষে লোক বিল ছেড়ে চত্বরে
বেছে নিয়েছে গুম হত্যা; নির্যাতিতের আপিল নেই


আমি কে? কি আমার পরিচয়? কোথা যাবো? কোথা হতে আসা?
আমি সেই যার সবই ছিলো, আজ কোন মঞ্জিল নেই


অপেক্ষা বাতায়ন শুধু মৃত্যুবাহী ড্রোন-হামলার
নিকট দিগন্তে একটিও সোনালী ডানার চিল নেই


উড়ে যাও বিবেক-বলাকা নতুন আকাশে বহুদূর
এখানে অম্বরে তাজা-লাশ, আর ভূতলে ক্বাতিল নেই


আমাকে বিচূর্ণ করেছে আরশিতে চোখ-নাক-কান
আমার সঙ্গে আজ আমার চেহারার কোন মিল নেই


গিয়েছিলাম যখন দরোজায় দাঁড়িয়েছিলোনা কেউ
সইতে পারিনি লেপা উঠোনে বুরোধানে ঝিলমিল নেই


মনসুর সোপর্দ করতে পারে কি রাইয়াপুর গ্রাম?
জেনে-শুনে অনির্বাচিত সুন্দরীর গালে তিল নেই


--------------------------------------------------
[গযলের আঙ্গিক - মাৎলা, মাকতা, কাফিয়া, রাদিফ, বেড় - মেনে লেখা]