অল্প কথাতে ইতিহাস শেষ হবার নয়।
ইতিহাসের পাতা খুলতেই লেগে যায় ভয়।।
এ কেমন ইতিহাস লিখলেন তারা।
অশ্রুজলে যেন একেবারে দিশেহারা।।
যারা ছিলেন দেশের মুল অগ্রগামী।
তাহারা হলেন বিপ্লবী স্বাধীনতার সংগ্রামি।।
কখনো তাহারা পিছুপা হয় নি।
যারা হয়েছিল তারা রাজাকার চুরনি।।
যারা মনে প্রানে করেছিল সংগ্রাম।
তারাই হলেন ইতিহাসে পাতায় বদনাম।।
যারা ছিলেন দেশের শত্রু তাহারা পেলেন ইনাম।
তাহারাই আজ বীরযুদ্ধা,ইতিহাসের পাতায় থাকিল তাহাদের নাম।।
এনারাই এনেছিলেন দেশের স্বাধীনতা।
ইতিহাস লিখলেন না যেন কলাপাতা।।
সাতচল্লিশ পূর্বে যারা ছিলেন যুদ্ধের  ময়দানে।
জীবন-মরণ ত্যাগ করেছেন স্বাধীনতার টানে।।
একবার চেয়েও দেখেনি তাদের পানে।
সিদ্ধ  হস্তে ধরেছিলেন বন্ধুকের নলে।।
তারাই ছিল লাল-বাল-পাল।
কখনো ভেবেছিল বৃটিশ তুলবে পিঠের ছাল।
দিন রাত্রি সবকিছু ভুলে।
জীবন যুদ্ধ বাহুবলে সুদিপ্ত স্বাধীনতার স্বাদে গিয়েছিল তারা সদলবলে ।।
আরো বাঙালি ছিলেন ক্ষুদিরাম,ভগত সাথে বিনয়-বাদল দীনেশ নামে।
এই কি যুদ্ধ! কখনো নাহি থামে।।
সত্য নিষ্ঠায় টিকে না কোন রাজাকার।
ভারতীয় একনিষ্ঠ যুদ্ধা মাতঙ্গী হাজরা।।
রাজাকার,অত্যাচারী,দেশদ্রোহী যত।
নিজেদের চালে নিজেরাই হইলেন নিহত।।
ভারতীয় বীর নেতাজী নাম তার।
দেশদ্রোহী সনাক্ত করিয়া,করিলেন বৈতরণী পার।।
চাইলেন রক্ত দিলেন দেশভক্ত।
স্বদেশ ভাবনায় নিলেন এটাই সত্য।
কি পেলেন স্বাধীনতা মন্ত্রে পাতা ভুজ।
আজও মেলেনি ঐ বীরের খোঁজ।।
জানি না আমি ইতিহাস তবু করিতে চাহি প্রকাশ।
অল্প কথার ইতিহাস এখানেই, মোর আত্মবিশ্বাস।।