বায়ুমন্ডল তীব্র  শুস্ক, আকাশ থাকে খুব মেঘলা।
বৃষ্টি হবেনা জেনে আমি,তবু থাকি একেলা।।
বন্ধু মোর পাশে থাকে ডাক নাম টাকলা।
মাঝে মাঝে খেয়ে থাকে অনেক গাছের বাকলা।।
হাল্কা রৌদ্র হাল্কা বাতাস মেঘ হয় কালো।
বন্ধুর বাড়ির চায়ের আসর লাগে খুব ভালো।।
কব্জি ডুবিয়ে খেলাম আজ দুধ পিঠেপুলি।
ঐ দিকে রান্না ঘরে রান্না করে বন্ধুর বৌ জুলি।।
খাওয়াবে আজ পাঠার মাংস সঙ্গে ছানা মিস্টি দই।
মাংস রান্না খারপ হয়েছে কিভাবে যে কই।।
আজ আমরা দুজন বন্ধু সাথে দুজনের বউ।
টাকলা বন্ধু চিৎকার দিয়ে বলে উঠে তোর বাড়ি কবে হবে কও।।
অত:পর বলি আমি, করিস না বন্ধু  রাগ।
আজ নয়ত কাল খাওয়াব আমি বাঘ।।
এই শুনিয়া বন্ধু আমার করে দিল কান্না।
মুচকি হাসি দিয়ে বন্ধু চলি আর না।।
ঠিক আছে বন্ধু আমার, বৌদিমনি কই।
তুই জানিস না আমার বউ,তোর বৌয়ের সই।।
এই বলে রওনা হই আমরা ঠিক আছে বন্ধু দেখা হবে কাল।
উত্তরে বন্ধু আমার বলে উঠে থাকব না বন্ধু চিরকাল।।
আসছে বার সোম দোলযাত্রা  হবে।
জোড়া বেঁধে আসিলে,ভাল করে খাওয়াব তবে।।