প্রকৃতির টানে এসেছিলাম ভুবনে,
কঠোর সমারোহে পরেছি জীবনে,
ভাবিনা কখনো থাকিব একা,
নিশ্চয় করিতে হবে অপেক্ষা।


প্রকৃতি নিয়ম করিলে উপেক্ষা,
সবাকার জীবনে পেতে হবে শিক্ষা,
জীবন মোদের অমূল্য রতন,
সঠিক ভাবে করিতে পারিলে যতন।


মণি মুক্তা গজমতি হার,
তাদের মেলা খুবই ভার,
মনুষ্যত্ব ধরে রাখা যেমন কষ্ট,
মতিভ্রম হলে সামান্যতে নষ্ট।


যাহার আছে শক্ত মনোবল,
কখনো করিবেনা মন চঞ্চল,
সদা সৎপথে রহিবে নশ্বর,
নিষ্ঠাতে সদা বিরাজমান ঈশ্বর ।