ভোরের সকাল আর পাখিদের কোলাহল।
কবিদের কবিতাও মনে করিতেছে ছল ছল।।
কেহ বলিতেছে কবিতা আবার কেহ করিতেছে হাল্লা।
এরি মাঝে লুকিয়ে আছে কবিদের চির আহুতি।।
নাইতো মোর পুঁজি নাহি জমিদারি।
তবু করিতে চাহি মুই পান দোকানদারি।।
পাশে আছে ঘরাইনদি ম্যাপে তার আঁকা বাঁকা।
সকলের মিলন হলেও আমি ছিলাম একা।।
তব মোর নাহি ছিল কোন অবকাশ।
হাল্কা রৌদ্র থাকলেও করিনি প্রকাশ।।
সঙ্গে মোর মিলি আপা সাথে দাদা সাজু।
সঙ্গে মোর বাংলা কবি, তবু ব্যাগে বন্দি কাজু।।  
উদার মন,নদির ধারে বহিতেছে শুষ্ক বাতাস।
প্রকৃতির নিয়মে বলেই সবসময় রঙিন আকাশ।।
ধরলেন গান দাদা রঞ্জু,আমার সোনার বাংলা...।
ব্যথিত হৃদয় মুখ লুকিয়ে মনে ধরছে কবিতা বাংলা।
কবিগন দেয় মন ফিরিবার তরে।
ঐদিকে অপেক্ষায় এতিমখানা,আবার আসিব পরে।।
স্নিগ্ধ আকাশ,মুগ্ধ বাতাস আর মনোরম দৃশ্য।
সব কিছু কেরে নিল সকাল বেলার মায়া ভরা আশিস।।