বৃষ্টি টুপুর টাপুর পড়ছে।
জড়ো হাওয়াই গাছপালা নড়ছে।।
সবকিছু ভেঙ্গে হতে পারে লন্ডবন্ড।
বৃষ্টিকে আহ্বান করার এটাই কি দন্ড!
রাস্তা ঘাট একটু আধটু জলে ভর্তি।
ব্যাঙের ডাকাডাকির প্রচন্ড গতি।।
জোনাকিদের আর দেখা যায়না।
তারাগুলিও যেন চোখে পরে না।।
বৃষ্টি বাতাসে লাগছে শীত।
নড়ে-চড়ে বাঁধছে ভীত।।
চারিদিকে হৈচৈ বাড়ছে ভয়।
এভাবে নেমে থাকলে কি হয়!
আকাশে মেঘের তুঘলকি গর্জন।
ভয় ভীতির চলছে প্রদর্শন।।
টিপটিপ ছবির মারছে ফ্ল্যাস।
যদি পরে জীবন শেষ।।
আকাশ এখন মেঘে কালো।
দেখতে লাগছে খুব ভালো।।
হাল্কা গরম হাল্কা শীত।
ভাল লাগছে শরীর ফিট।।