আজ বেশ দিনটা ভাল।
সূর্য মামার দেখা কম,তবু আলো।।
তীব্র গরম নেই,অনবরত হাল্কা বাতাস।
মেঘের দেখা নেই কালো আকাশ।।
বৃষ্টি আসবে আবহাওয়া দপ্তরের আবাস।
বুঝি না অনেক কিছু তবু আসলে সাব্বাস।।
বৃষ্টি দিদির দেখা না দেওয়ার ফলে।
শরীরটা কেমন যেন মরিচে মত জ্বলে।।
আর কতদিন যদি এভাবে  চলে।
জীবন চলবে না মনোবলে।।
রোজ বেড়েই চলছে তীব্র তাপ।
সহ্য করা মুশকিল বাপরে বাপ!
তীব্র তাপাদহে বাড়ছে রোগ।
সবচেয়ে বেশি সান-স্টোক।।
রোজ করিতেছি পরিবেশ নষ্ট।
প্রকৃতির দোষ নেই,নিও না মনে কষ্ট।।
চারিদিকে বিকেলে পড়ছে শিলা বৃষ্টি।
সবটাতে আছে সৃষ্টি কর্তার দৃষ্টি।।
গোধূলি লগ্নে বইছে প্রচন্ড জড়ো বাতাস।
ঘনকালো মেঘাছন্ন আকাশ।।
ওফ্ কি ঠান্ডা; ভাল লাগতেছে।
প্রচন্ড  ভয়,বৃষ্টি  তুফান আসিতেছে।।
বৃষ্টি দিদির চোখের পানি।
কি যে হতে পারে নাহি জানি।।
বৃষ্টি দিদি দিল ভালবাসার ইনাম।
বৃষ্টি দিদিকে জানাই শতকোটি প্রনাম।।