চৈত্র মাসের তীব্র গরম,
হাল্কা পাতলাতে লাগে শরম,
তাপে হয় শরীর নরম,
নাহি বুঝি অবস্থা পরম।


গরমটা কাঁঠাল ও তাল পাঁকার,
মনে থাকেনা কোন ছবি ছিল মোর আঁকার,
গরমের সমস্যা হবে না সাকার,
অবস্থা আশঙ্কাজন হবে দিল্লি,ঢাকার।


রৌদ্রময় আকাশ,
গরমটা খুব ঝাক্কাস ,
দুপুরের গরমে মনটা থাকে উদাস,
তীব্র তাপে নিতে পারছিনা নিঃস্বাস।


গোধূলি বেলার তাপ,
তবু থাকে গরমের চাপ,
গর্তেও থাকিতে পারেনা সাপ,
কি করি হায় বাপরে বাপ!


রাত্রি বেলা হাল্কা কুয়াশা,
জীব রোগাক্রান্ত বাঁচবে কি ধোঁয়াশা,
নাহি পারে করিতে পরিস্থিতি সুগম,
তাপ ভয়াবহ,নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্যুৎ নিগম।