আকাশে যখন চাঁদ হাতের মুঠোয় আসে,
কবির মন রাতের আকাশে রঙিন মেঘে ভাসে ।।
মনে মনে ভাসিয়া বেড়ায় কত কাব্যময় জল্পনা ।
কবির হাতের পরশে আঁকা হয় কবিতার আল্পনা ।।
কবিতার কবি যখন আকাশ পানে চায়,
চাঁদ মুচকি হেঁসে মেঘেতে মুখ লুকায় ।।
আকাশের মেঘ তারাগুলি ছোটাছুটি করে ।
কবিতায় কবির কলমে কতশত ঝর্ণা ঝরে ।।
কবির কল্পনাবল হয়ে যায় প্রবল,
লিখনি লিখেন কবি হয়ে মন চঞ্চল।