গাছের ডালে একটা ছিল পাখি একা,
ভাবতো হয়ত বন্ধুর সাথে হবে দেখা।
কখনো এই ডালে আবার কখনো ঐ ডালে,
বারংবার লাফালাফি করিতে থাকে একাকিত্ব হালে।
পাখিটি বার বার লাফাচ্ছে,
ভাবছে হয়ত বন্ধু আসছে,
নিরবে এদিক ঐদিক তাকায় আসবে বলে,
দিন যায় তবু কেন জানি আসছে না সে চলে।
একাকিত্ব থাকিতে আর ভাল লাগছেনা,
ভবিষ্যতে দেখা কি হবে তাহাও জানে না।
হয়ত হবে আজ নয়ত কাল,
অনিত্য জীবন থাকবে না চিরকাল।
এই ভাবে তাহার রোজকার দিন চলছে,
একদিন আসবে এই আশায় রয়েছে,
আসিবে একদিন হয়ত দেবে যখন পাড়ি,
সে কি বুঝে না,ভাবছে আমি অবলা নারী।
একদিন গাছের ফাঁকে মারিল উঁকি,
বুঝেছে হয়ত নিচ্ছে ঝুঁকি,
দেখিল আসিল সামনে পড়িল ছায়া,
এটা কি ছিল তাহারি মায়া!
ভাবছে,আবার ভাবছে আসিবে কাল,
প্রত্যক্ষ হবে নিশ্চয়,তবে কি ইহকাল!
কাল যে কালে খাবে ভাবছেনা তবে,
বয়স কম যৌবনে সবে।
একদিন দেখা হল কথা হল এলনা কাল,
কাটিয়ে নিল যৌবন,ধরল পাল,
অপেক্ষা করে গেল একা একা নিরবে,
সে যে কালা অন্ধ দেখেনি সৌরভে,
একাকিত্ব জীবন চলিল একেক ধাপে,
একি ছিল কোন অভিশাপে!
ভুবন ছাড়ছে,ছাড়ছেনা মায়া,
আজও বুঝল না সে,খাঁচায় থাকিতে কায়া।