শীতকালে একটু আধুট বেশী শীততো লাগবে।
শীতকালে শীত না লাগিলে কেহ কি ঠান্ডা জল দেখলে ভাগবে!
শীতে শেষে গ্রীষ্মবাবু উঁকি ঝুঁকি মারে।
হাঁস মুরগী তখনকার সময়ে অনেক বেশী ডিম পাড়ে।।
নারী জাতি শীত কালে দৈনন্দিন ডিম করে রান্না।
ছোট শিশু ডিম দেখে হাত পেতে করে খুব কান্না।।
শীতের বেলায় খাওয়া ধাওয়া ভারি মজা।
গ্রীষ্মে কালে গরম লাগলে বলে থাকে সাজা।।
শীতকালে কাক মশাই মাথা হাঁকিয়ে করে স্নান।
কিশোর বাবুর নাতি জন্মেছে নাম রেখেছে অম্লান।।
এখনকার চৈত্রমাসে মাঝে মাঝে বৃষ্টি পরে।
তাই বুঝি বসন্ত কালে সব গাছের পাতা ঝড়ে।।
গ্রীস্ম শেষে বর্ষা আসবে কৃষকরা মুচকি মুচকি হাসে।
ছেলে বেলার কলাগাছের নৌকা চড়া এখনও চোখে ভাসে।।
বসন্তের শেষদিন চড়ক মেলা সাথে বার শনি।
আসছে বার রবি হবে গ্রীস্মের আগমনী।।