ভব সাগরের তরি,
তুমি প্রভু গৌর হরি,
কিভাবে দেব পারি,
ভেবে ভেবে মরি।।
চিনি না রাস্তা ঘাট,
করিতে পারি না পাঠ,
তবু আমি চালক,
অভিভাবকের কাছে এখনো বালক।।
বুঝি না অনেক কিছু,
ছাড়ছিনা তবু পিছু,
জানি না চেষ্টায় আছি,
কবি নই লিখিতেছি।।
মাঝি নই চালাচ্ছি তরি,
পারিব কি ঐপাড় দিতে পারি,
কবিতা না কি; লিখিলাম সারি সারি,
তবু লিখিয়া পার করিলাম হাফ্-সেঞ্চুরি।।