সকাল সকাল আবির নিয়া,
পুজা দিলাম শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়া,
সঙ্গে মোর রাশমনি,
ইহা কি ছিল মোদের বসন্তের আগমনি!
রাস্তা চেয়ে বসে আছে মোদের কুকুর টুনি
মোদের এই বসন্ত কখনো হবে না হাতছানি।


কি করি হায়,
যে বেশী চায়,
একটু হলেও কিছু নাকি পায়,
রাশমনির ঢুগঢুগি ঘনঘন বেজে উঠে অনেকে তাকায়।


পুজাপার্বন হল শেষ,
সাজগোজ করিয়া ছিলাম বেশ,
রাশমনির অনাহারে,
সবকিছু কেমন জানি পন্ড করে দিল সেরে।


খেলাম আমরা আড্ডা করে,
পেটের ভিতর নাড়াচাড়ে
রঙের সাথে পেটে গেল রসমালাই আর ঠান্ডা পানি,
রাস্তায় আমরা আবির মেখে বানিয়ে দিলাম মাতা কালি।


রঙিন আজ দুপুর বেলা,
হোলির রঙে করলাম খেলা,
রাস্তায় মোরা পাগলপারা,
খুব জমিয়ে রঙিন সাজে কাটলো সাড়া বেলা।


আজ হোলির বসন্তে,
যুক্ত করিলাম হসন্ত,
হোলির দিনে পাগলা ঘোড়া,
হৃদয় ছুটল রঙিন জমজমাট আবেগে দিশাহারা।


শুন দিয়া মন,
হোলি নিয়া লিখিলাম কতক্ষন,
কাল সোমবার গেল দোল যাত্রা,
হোলির কথা শুনালাম আমি অধম পাত্রা।