আসছে হোলি,রঙ ধরেছে মোর মনে।
বন্ধু ভাবছি আমি রঙ খেলব তুমার সনে।।
খেলব হোলি রং দেব না,তাহা হবে না।
শৈশবকালে বাঁশের পিচকারি আজও ভুলি না।।
শৈশবের রঙ খেলা ছিল মোর তামসিক।
এখনকার রঙ খেলা বড় সাংঘাতিক।।
বুঝিলে বুঝ বন্ধু  না বুঝিলে নাই।
হোলির দিনে আমি যেন তুমাকে যে পাই।।
শৈশবের হাতের পিচকারি ছিল মোর অহংকার,
এখনকার পিচকারি মনে যেন তিরস্কার,
দিনেক আগে বাঁশ কাটা ছিল মনে ভেজাই খুশি,
এখন আর রঙ খেলা! মনে রাখি পুশি।
এবার আমরা খেলব হোলি মনে বড় ইচছা,
সময় মত এসে পড়বে হোলির অগ্রিম শুভেচ্ছা।