এলো আবার হোলি,খেলব রঙ মনে মোদের ইচ্ছা।
মোরা মনে দেব আল্পনা হোলির রঙে রঙিন হব স্বেচ্ছা।
হোলি মাত্র আর কয়েক দিন বাকি।
এবার আমাদের রঙের খেলায় দিবে না তুমি ফাঁকি।।
এনেছি রঙ হরেকরকম গায়ে মাখাব রঙ।
কোন রকম ফাজলামো করবেনা তুমি,বুঝি তুমার ডং।।
খেলবে হোলি মনমাতানো,তুমি পড়বে সাড়ী জামদানী।
হাটে বাজারে হবে এবার ইলিশ আমদানি।।
মোরা খাব ধাব,মনের সুখে গানও করব।
মনের উল্লাসে ডানা মেলে বাতাসে উড়ব।।
হৃদয় মোর হবে রঙিন উড়ব মনের সুখ স্ব-ছন্দে।
পড়ব না মোরা আপন কোন ধন্ধে।।
উড়ব মোরা হোলিতে রঙিন আকাশে।
ভয় পেয় না প্রিয় তুমি,পড়ব না এই সামান্য বাতাসে।।
দিনটা মোরা করব জয় সাথে একটু আড্ডা।
করিবে না ছলচাতুরী,করব মোরা ঠাট্টা।।