যে পাখিটার জন্য কাঁদি,
কাঁদি চুপিসারে,
সে পাখিটা বুঝল না মোরে,
বুঝেছি তার কথা সুরে।
ইচ্ছে ছিল বুকে জড়িয়ে রাখি,
পাখিটা চুপিচুপি মোরে দিয়েছে ফাঁকি,
আসা ছিল মোরে অনেক ভালবাসে,
এখন পাখিটা লুকিয়ে মুচকি হাসে।
আশায় আছি একদিন ধরা পরিবে পাখি তুমি,
প্রতিজ্ঞা করেছি সাক্ষি মাতৃভুমি,
প্রার্থনা করি তুমি থেকো ভালো,
ধরা দেবে নিশ্চয় দিনের মত আলো।
রাস্তা চেয়ে বসে করছি অপেক্ষা,
ধরা পড়লেই দেব উচিৎ শিক্ষা,
সত্যি মোর থাকে যদি ভালবাসার টান,
তুমার অন্তরে মারিব আমি অন্তঃবাণ।