কবি সন্মিলন ও বাংলাদেশ ভ্রমণ


বাংলা কবিতা ডট কম-এর কবি সন্মিলন ২০২৪-এ উপস্থিতি,কবিগনের সংস্পর্শ,অতিথি আপ্যায়ন,ভ্রমন সহ ভারতে ফিরে আসা পর্যন্ত যে সমস্ত কবি দাদা দিদি আমাদের  সাহায্য করেছেন উনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও নমস্কার।আমরা খুব আপ্লুত এবং আশাতীত সন্মান পেয়েছি।যাহা কখনো ভুলে যাওয়া অসাধ্য।


   বাংলাদেশের কবিগন তথা আফরিনা নাজনীন মিলি দিদি,হুমায়ন কবীর,কবীর হুমায়ন,মহম্মদ মোজাম্মেল হোসেন,রঞ্জু দাদাগন সহ আরো অন্যান্য কবিগন এবং মিলি দিদির বন্ধু  সাজু দাদা ও উনার পরিবারের সহিত ভ্রমণে বেড়িয়ে কুষ্টিয়ার বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি,লালন ফকিরের বাড়ি,গড়াই নদী,পদ্মা সেতু দেখা সহ  ভুলে যাওয়া অনেক কিছু দেখার সাধ্য হয়।যাহা আমরা কোনদিন কল্পনাতেও ভাবিনি।আরো অনেক কিছু রয়েছে যাহা লেখার ভাষাতে বুঝানো আমার পক্ষে কষ্টকর ও সাধ্যের বাইরে।কখনো ইহা ভুলার নয় এবং ভুলে যাওয়া অত্যন্ত কঠিন।


যদি ভাগ্যে থাকে তবে আবার অবশ্যই দেখা হবে,আনন্দ হবে এবং জমিয়ে আনন্দ করিব।সকলে ভাল থাকবেন।আবারও সকল কবি দাদা দিদিদের আমার পক্ষ থেকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা রইলো।