কালের পরিবর্তনে বসন্তের আকাশ থাকে মেঘলা।
রোদের আলো নেই,তেজ নেই,বৃস্টি নেই,মরসুম ঠান্ডা।।
কৃষকভাই ক্ষুন্ন মনে তাকায় আকাশ পানে।।
মনের আহ্বান শুনবে সৃস্টি কর্তা মনটা টানে।।
দেহ মন আনচান খারাপ শরীর।
উতালপাতাল মন গাভী ছুটছে দোষ রসির।।
গাছের পাতা নড়েনা তবু পাতা ঝড়ছে।
কেমন জানি মরসুম কৃষক ভাই মরছে!
জমির ফসল খারাপ দাম সারের।
তাই বুঝি সব দোষ গোপাল ভাড়ের।।
ফসল পোকায় করিতেছে নস্ট।
মাথায় হাত কৃষকের ক্রেতার কস্ট।।
নদী নালা পুকুর একদম শুকনো টন টন,
সবুজ মাঠ আজ হয়েছে অবুঝ নুপুর বাজে ঝন ঝন।।
সবুজ মাঠ আজ নেইকো সবুজ মোর চৈত্র মাস,
আমি অধম কৃষকের হল সর্বনাশ।।