প্রকৃতির কত সুন্দর খেলা,
অনেকেই করে থাকেন অবহেলা,
একেকটি জীব,বৃক্ষ একেক রকম,
পায়রা ডাকে বাকবাকুম।


একেক পাখির একেক রকম ডাক,
অনেক রকম হয়ে থাকে বাঘ,
বৃক্ষ থাকে হরেক রকম,
লতাপাতা তৃনসম।


মানুষ শব্দ করলে কথা।
পশু করলে ডাক,
পাখি ডাকলে কলোরব,
চড়ই ডাকলে কিচিরমিচির।


বাঘ ডাকলে গর্জন,
মানুষ খারাপ করলে বর্জন,
ময়লা হলে আবর্জনা,
অতিরিক্ত হলে জঞ্জাল।


বর্ষা হলে বৃষ্টি,
নতুর কিছু হলে সৃস্টি,
মেঘের গর্জন করিলে বিদ্যুৎ চমকানি,
মেঘ হলে কালো,
শীত হলে ভাল।


রৌদ্র উঠলে তাপ,
চাঁদ উঠলে মামা,
তারা হলে স্টার,
ছাত্র পড়ালে মাস্টার,
ব্লেক বোর্ড মুছলে ডাস্টার।


গাছে পাখি বাঁধলে বাসা,
মানুষ বাঁধলে গৃহ,
সাপ বাঁধলে গর্ত,
মানুষ মানিলে শর্ত।


বসন্তে ডাকলে কোকিল,
মৌমাছি করলে বনবন,
ঘন্টা বাজালে ঢংঢং,
ঘড়ি চলে টিকটিক।


মানুষ করিলে পুজা,
মাথায় নিলে বোঝা,
লাঠি ধরলে সোজা,
পায়ে পড়লে মোজা।


নদী নালায় থাকলে মৎস্য,
গাছে থাকলে পাখি,
গর্তে থাকলে সাপ,
খাঁচায় থাকলে বন্দি,
জেলে থাকলে কয়েদি।


ধারিতে মাপলে ওজন,
মানুষ খাইলে ভোজন,
পশুপাখি খাইলে আহার,
গাছে সুন্দর পাতাবাহার।