বৈশাখ হইতে আষাঢ় মাস পর্যন্ত গ্রীস্ম ও বর্ষার টানে হবে জড়ো বৃষ্টিপাত,
হবে নদ নদী,নালা, সুমুদ্র বৃষ্টি জলে বড়াট,
বাড়ি ঘর,গাছ পালা ভেঙে তছনছ করবে,
পাঁকবে কাঁঠাল প্রানিকুল করিবে রব, হবে কতশত কোলাহল।
বৈশাখী মেলা আরো থাকবে রবী ঠাকুরের জন্মজয়ন্তী
প্রকৃতির নিয়ম মানতে  হবে।


শ্রাবণ  মাস হইতে  আশ্বিন মাস পর্যন্ত বর্ষা শরতের প্রভাবে  আকাশ মেগলা হবে,
হবে  হাল্কা বৃষ্টি,বাতাস আরো কুয়াশা,
থাকবে হাল্কা  শীত, গরম আরো ধমকা হাওয়া,
পুঁতবে ধানের চারা আরো কত  কি, সবুজ মাঠ হবে সবুজ,
পাঁকবে তাল ফুটবে কতশত ফুল সাথে শিউলি ফুল,
মা দূর্গার আগমনী ও মহালয়া,
প্রকৃতির নিয়ম মানতে হবে।


কার্তিক  মাস হইতে  পৌষ  মাস পর্যন্ত শরৎ ও শীতের ঠান্ডা হাওয়া,ঘন কুয়াশা,
ফসল উঠবে এবং চারা পুঁতবে,
মানুষ ভিড়ে  জ্বলবে আগুন,
হবে পৌষ পার্বন সাথে পিঠেপুলি,
উঠবে নতুন ফসল হবে নবারন্ন থাকবে দীপাবলির আলো,
প্রকৃতির নিয়ম মানতে হবে।


মাঘ মাস হইতে  চৈত্র  মাস পর্যন্ত  শীত ও বসন্তের প্রভাবে ঠান্ডা জড়ো হাওয়া,হাল্কা  কুয়াশা হবে,
খরা চলবে,চলবে জীবের হাহাকার,
পুঁতবে ফসলের চারা ,চলবে হোলি, গাজন সন্নাসীর চড়কের মেলা।
পাঁকবে কুল,ফুটবে পলাশ ফুল হবে পঞ্চমির অঞ্জলি সাথে পিঠেপুলি
প্রকৃতির নিয়ম মানতে হবে।