অনাবিল মোহ মোর করিতে চাহি প্রশ্ন,
কাকে করিব ভেবে হয়ে যায় ক্ষুণ্ণ।
প্রকৃতির জগতে প্রকৃতি জন্ম,
প্রকৃতির স্বভাব প্রকট জনমর্দ।
প্রকৃতির আবহাওয়া চলে অনিত্য,
সব লোকে বলে আসলে সত্য।
জাত নাই মানে না কোন জাতি,
জঙ্গলের রাজা হওয়ার ছিল বনো হাতি।
কি করিবে হায় যে বেশী চাই,
তাহার কি না কোন গতি নাই।
আছে যাহার অনেক কিছু,
তাহাকে ছাড়ছে না প্রকৃতি পিছু।
না চাইতে প্রকৃতি দিয়ে দেন বৃষ্টি,
অভাব অনটন চলবে এটাই কৃষ্টি।
রাত পোহালে ফেটে উঠে রৌদ্র,
তাই মানব কুলে হয় নাকি গূত্র।
বিকেল বেলা সুর্য্য মামা গেলে ডুবে,
অন্ধকার হলে নাকি ভাগ্নে-ভুত ছুবে।
সন্ধ্যায় হলে জোনাকিরা দৌড়ায় আঁকাবাঁকা,
তাই নাকি বলে সবে আকাশতল ফাঁকা।
ভোররাতে বাগানে কতশত ফুল ফুটে,
মধু সংগ্রহ করিতে মৌমাছিরা ছুটে।
পাখিগন ডানা মেলে ছুটাছুটি করে,
কোকিল পাখিরা গায় গান কোকিল সুরে।
রাতপোহালে সবুজ মাঠ থাকে ভেজা,
তাই নাকি নাম রেখেছে শিশির-কুয়াশা।
তাই বলে চাইতে উত্তর আমি হব ক্ষুন্ন,
সবার কাছে রয়েছে এই আমার অনাবিল প্রশ্ন।