শব্দের কি অবলিলা শব্দের খেলা,
শব্দের যোগান থেকে শব্দের আনাগোনা।
শব্দ হইতে শব্দের জন্ম,
পাগলপারা শব্দ বিমর্ষ মেলা।
শব্দে জ্বরছে শব্দ,ঐ তাপাদহ ধ্বনি,
শব্দ বিনা শব্দের আকুতি,শব্দে ব্যথিত পরাণ।
শব্দ ছাড়া হয়না কভু শব্দের বিন্যাস,
শব্দ, শব্দ, শব্দিত কন্ঠ ব্যাকুল প্রানের উচ্ছাস্।
শব্দে উঠছে জড়,শব্দে কাপঁছে বুক থরথর,
শব্দে মোর মন পাগলপারা, শব্দে সুখ নিদ্রায় মনি।