গোমতী জেলার উদয়পুরেতে,
বাহান্ন পিঠের এক পিঠ মিলেছে,
ডম্বুরের পবিত্র পৌষ মেলার স্নানেতে,
হাজারো পূর্ণার্থীরা মেতেছে।


কিছুক্ষন পরপর দলে দলে আসছে
পূর্ণার্থীরা হরিনাম করছে চতুর্দিকে,
ভক্তরা এক হরিনাম নিচ্ছে একই সুরে,
ধাম উজ্জীবিত কন্ঠিত সুর সর্বমুখে।


একটি মাত্র নদে সকলে স্নান করে,
জলে থাকিয়া করে মনস্কামনা,
ইচ্ছে কামনা পূরন হবে সরোবরে,
মন থেকে করে সবে মানত বাসনা।


কোন এক পূর্ণব্রহ্ম জন্মেছিল বলে,
পূর্ণাথীরা দলে দলে করে আগমন,
মনস্কাম পূর্ণ হবে বলে,
মাথাটি জলে ডুবিয়ে দোয়া চায় সারাক্ষণ।


ষোল নাম বত্রিশ অক্ষর এক হরিনামে,
সকল ভক্ত করে মন সক্ত এই পূর্ণভুমিতে,
মজেছে সবাই যে নামেতে,
কলিযুগে পার হওয়ার জন্য ডাক সাধ্যমতে।