এখন আমার চলছে খেলা
দুঃখের খেলা, দিনে-রাতে,
জানালা খুলে আকাশ দেখি
ঘর ভেসে যায় দুঃখ-স্রোতে।


ছাদের কোনে মধ্যরাতে
দুঃখ ভাসে জোৎস্না-ধারায়,
দূরাকাশে মেঘ-বালিকা
দু’হাত মেলে দুঃখ উড়ায়।


দুঃখ উড়ায় মেঘ-বালিকা
সুখ কেড়ে নেয় বজ্র-আকাশ,
পথ হারিয়ে পথিক খুঁজি
পথ কেড়ে নেয় উল্টো বাতাস।


বুকের ভেতর অজুত দুঃখ
বসত করে দুঃখ-পাখি,
গাছে গাছে দুঃখের বাসা
কষ্ট ঝরায় দঃখ আঁখি।


গভীর রাতে চুপিসারে
আমার পাশে দুঃখ ঘুমোয়,
বিষাদ-মাখা ঠোঁটের ছোঁয়া
শরীর কাঁপে দুঃখ-চুমোয়।।