কিছু কথা কথার কথা, কিছু কথায় বিশ্ব কাঁপে,
কিছু কথায় মানুষ জাগে, জাগে মানুষ কথার তাপে।
কিছু কথা স্বপ্ন ছড়ায়, কিছু কথায় যাদু থাকে,
কথার মতো কথা হলে, জয় করা যায় বিশ্বটাকে।
কিছু কথা ছল-চাতুরীর, কিছু কথা কপটতার,
কথার মাঝে রঙ লাগিলে, খোঁজ থাকে না আসল কথার।
কিছু কথা ভালোবাসার, কিছু কথা ঘৃণা ছড়ায়,
সত্য কথা ক’জন বলে? সবাই কথার ফাঁনুস উড়ায়।
কিছু কথা নেতার কথা, মিল থাকে না কাজের সাথে,
কিছু কথা অপ্রিয় হয়, কথায় যদিও সত্য থাকে।
কিছু কথা ঘুম কেড়ে নেয়, কিছু কথা শান্তি তাড়ায়,
কিছু কথা হৃদয় ছোঁয়া, কথার ছোঁয়ায় হৃদয় হারায়।
কিছু কথা নীরবতার, নীরবতাই অনেক কথা,
কথার কোন দাম থাকে না, বললে কথা যথা-তথা।
কিছু কথা হাসির কথা, কিছু কথা ভাসতে থাকে,
কিছু কথার রকম এমনই, কথার মালিক ফাঁসতে থাকে।
কিছু কথা অনেক দামী, ইতিহাসে স্থান করে নেয়,
কিছু কথা আলো জ্বালায়, অন্ধকারকে ম্লান করে দেয়।
কিছু কথা কষ্ট ছড়ায়, কিছু কথা অহংকারের,
কিছু কথা হিংসা ছড়ায়, কিছু কথা ভয়ংকরের।
কিছু কথা স্পষ্টভাষীর, স্পষ্ট কথার যদিও অভাব,
কিছু কথা চামচাগিরীর, চামচাদের কি অনেক প্রভাব?
কিছু কথা মানবতার, কিছু কথা মিলন ঘটায়,
কথার তখন মান থাকে না, কথা যখন মিথ্যা রটায়।
কিছু কথা মিথ্যা দাবীর, কিছু কথা দালাল চেনায়,
কিছু কথা দেয়াল লিখে, আশার ঝিলিক চোখের কোনায়।
কথার মানুষ পথে-ঘাটে, শোনার মানুষ ক’জন আছে?
সে-জন-ইতো সাচ্চা মানুষ, যে নত রয় কাজের কাছে।