সন্ধ্যে নামার আগে
গলির মোড়ে ছাড়-পোকাদের ভিড়,
নদীর বুকে উথাল-পাতাল ঢেউ,
দক্ষ মাঝি সাহসী চোখ খুঁজে পায় না তীর।


সন্ধ্যে নামার আগেে
একটি মানুষ পেটের জ্বালায় বেহুশ,
হা-ভাতেরা দাম দিয়ে তয় বুঝে,
জন্মানোটাই মস্ত বড় দোষ।


সন্ধ্যে নামার আগে
বাসের ভিড়ে দুঃখ ঘুরে বেড়ায়,
বিদায় বেলার বিষাদ মাখা আলো,
দিচ্ছে উঁকি মাছি-উড়া ডেড়ায়।


সন্ধ্যে নামার আগে
স্বপ্ন হারা নিশি কন্যা শরীর দিতে দাঁড়ায়,
সুশীল পুরুষ সমাজ সেবক,
শান্তি খুঁজছে পাড়ায়।


সন্ধ্যে নামার আগে
শূণ্য হাতে সরল মানুষ নিত্য ফিরছে ঘরে,
বিবেক বেঁচে ভেজাল মানুষ,
রঙিন হাওয়ায় উড়ে।


সন্ধ্যে নামার আগে
আলোর রঙে সযতনে আলোর ছবি আঁকাও,
কষ্ট-লাগা মনের কোনে কোনে,
খুব সাহসে স্বপ্নগুলো মাখাও।


সন্ধ্যে নামার আগেে
আশার ঝিলিক গাছের পাতায় পাতায়,
পাহাড় সমান একটি মানুষ আসে,
একটি মানুষই লাখো মানুষ জাগায়।।