মানুষ হয়েও বুঝলি না তুই
অন্য জনের ব্যথা,
একই জাতের জাতি'রে তুই
নাই কেন তোর ব্যথা।


রাজা-বাদশা, ধনী-গরীব
সবাই'তো মানুষ,
তাহলে তুই গরীবের পেটে
কেন লাথি মারিস ?


টাকা, পয় সার অহংকারে
অন্ধ হয়ে তুই,
গরীব কে তোর মনে হয় না
তারা যে মানুষ।


মানুষ নামের পিচাশ'রে তুই
হইলি অ'মানুষ,
কেন যে বুঝিস না তুই
গরীব ও, মানুষ।


নির্যাতিত হচ্ছে মা-বোন
দিন রাত বর,
কি আর হবে বেচে থেকে
এই দেশে তে আর।


স্বাধীন দেশে বসত করে ও
স্বাধীনতা নাই,
কি আর হবে বেচে থেকে
এই দেশে তে ভাই।


★ আমার এই "অ'মানুষ" কবিতাটি লেখা হয়েছে........০৫/০৩/২০১৯ খ্রীঃ