নারিকেল গাছের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার সোনার টুকরা কলিজার ভাই টা কই ?
স্বপ্নে তাকে জড়িয়ে ধরি ঘুম ভাঙলে মা সবই ফাঁকি
তাকে ছাড়া ভালো লাগে না মা কোথায় গেলে পাই।


খুঁজতে খুঁজতে যখন আমি, ক্লান্ত হয়ে যাই
মন বলে যায় অপেক্ষা কর আসবে তোমার ভাই।
পঁচিশ  বছর পর, প্রথম যেদিন আমাদের কথা হয়
আপন করে নিয়েছি তোমায় তুমি যে আমার ভাই।


এতটা বছর কোথায় ছিলা বলো না আমায় ভাই ?
তোমার জন্য কত মানুষকে ডেকেছি আমি ভাই
অবশেষে আমি আমার ভাইকে পেয়ে যাই।


তুমি আমার নয়ন মনি হাজার ভাইয়ের সেরা,
ভাই যে আমার কলিজার টুকরা শিরা উপশিরা।
ভাই আমার সুপার হিরো পাইনা যে ভয় এলিয়েন কেও ,
হাজার বিপদ আসলেও ভাই ছেড়ে যাবে না আমায় কোথাও।
আল্লাহর দেয়া তুমি আমার শ্রেষ্ঠ উপহার।