হে খোদা এ কেমন তোমার লীলা,
যখন খুশি আমায় নিয়ে কর তুমি খেলা ৷
শিশু কালে হারালাম মাকে,
জন্মের আগে বাবা ৷
না পেলাম মায়ের আদর,
না পেলাম বাবার ৷


এ সবই কি ছিল খোদা পাওনা আমার ?
যখন আমি একলা থাকি শুধু মায়ের কথা ভাবি,
মায়ের কথা ভেবে ভেবে শুধুই আমি কাঁদি ৷
কে মুছবে মোর এ চোখের জল,
কে দিবে মোরে শান্তনা ৷


এ ভুবনে মায়ের মত কাউকে খুঁজে পেলাম না ৷
কত সন্তান আম্মা ডাকে কেউবা আবার মা,
আশা ছিল আমিও ডাকব আমার মা কে মা ৷
তাইতো খোদা আমার মাকে বাঁচিয়ে রাখলো না ৷


আমি কি কোন দিন ও মাকে ডাকতে পারব না ?
এত কষ্ট খোদা আর যে সইতে পারছি না,
হৃদয় ভরা বেদ নাও লুকতে পারছি না ৷
আজ বেদনা আমার আপন যেদিন হবে পর,
সেদিন আমি চলে যাব পৃথিবী ছেরে অনেক দূর ৷