বহুদিন পরে চাঁদ উঠেছে আমার আকাশ জুড়ে,
রূপালী আলোয় রাত নেমেছে হৃদয় চরাচরে।
প্রজাপতি তোমায় আকাশ দেখার নিমন্ত্রণ।
তুমি মেঘ ছুড়ে দাও আমারই আকাশে
আমি তোমাকে হেলায় হারিয়ে বৃষ্টি হয়ে কাঁদি,
কান্না শেষে আবার যখন আকাশ দেখি,
দিগন্তে তখন তোমায় দেখি, রংধনু রূপে!
তুমি রংধনুর রং মেখে দাও আমার এই মনে
তবে সেখানে আমি আমার প্রিয় রঙ খুজে পাই না,
কারণ রংধনুতে কালো রং থাকে না,মনে পড়ে যতক্ষণে
আমি গম্ভীর হতে থাকি  ঠিক তখনই আনমনে!
মেঘমালার রংধনু দ্বারা তোমার আকাশ বেজায় বেদখল
তখন ব্যালকনিতে  বসে তোমার কি মন খারাপ হয়?
আর আকাশ দেখতে ইচ্ছে করে ? হয় কি চোখ ছলছল?
তবে ভালোবেসে ভুলে গিয়ে মিথ্যাটাই বলে মন
তখন আর আমি দখল করব না তোমার আকাশ।
তুমিও ব্যালকনিতে বসে মুক্ত পাখিরে ন্যায় আকাশ দেখবে।
হয়তো ভুল মানুষকে ভালোবেসে ছিলে বলে ভুলে যাবে
ভুল করে দেখা হলেই বরং আমায় তুমি কাঁদতে শেখাবে,